** সুখবর ** এই প্রথম বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভর্তি কার্যক্রম Online এ সম্পন্ন হচ্ছে। বিস্তারিত
অনলাইন ফর্ম পূরণের নিয়মাবলীঃ
1. খুব সহজ উপায়ে এবং অভিনব পদ্ধতিতে ফর্ম পূরণ করে আপনি আপনার স্থান থেকেই ভর্তি পরীক্ষার Admit Card সংগ্রহ করতে পারেন।
2. প্রথমে ফর্ম এ উল্লেখিত প্রয়োজনীয় তথ্যাদি সঠিক ভাবে পূরণ করে ও পাসপোর্ট সাইজ এর একটি ছবি আপলোড করে ফর্মটি SUBMIT করুন। ফর্ম এর উল্লেখিত তথ্যাদি বাংলা নামের ঘরে বাংলায়, English নামের ঘরে ইংরেজিতে এবং SMS মোবাইল নম্বর ব্যতিত সকল অপশন অবশ্যই বাংলায় এ পূরণ করতে হবে।
3. সঠিক ভাবে ফর্মটি SUMBIT হলে আপনার Registration Process Complete হবে এবং আপনি একটি Reference/Ref নাম্বার পাবেন। Reference/Ref নাম্বারটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে অথবা লিখে রাখতে হবে। মনে রাখবেন আপনার Registration Process Complete হয়েছে কিন্তু Admit Card পেতে হলে আপনাকে অবশ্যই Payment Process Complete করতে হবে এবং Payment Process এর জন্য Reference/Ref নাম্বারটি অতীব জরুরী।
4. ফর্ম এর মূল্য আপনাকে bKash এর মাধ্যমে জমা দিতে হবে। আপনার নিজের অথবা অন্য কারো bKash Account থেকে ১৮০ টাকা ০১৭০৫৮০৬০৮০ নাম্বার এ জমা দিতে হবে। bKash এ সফল ভাবে টাকা জমা হলে আপনি একটি TrxID Number নাম্বার পাবেন। TrxID নাম্বারটি আপনাকে অবশ্যই লিখে/মনে রাখতে হবে। পরবর্তীতে Admit Card উত্তোলনের জন্য এই TrxID নাম্বারটি প্রয়োজন হবে। bKash Payment এর বিস্তারিত তথ্য ছবির মাধ্যমে দেখানো হয়েছে।
5. Admit Card উত্তোলনের জন্য আপনাকে Admit Card এ প্রবেশ করে Reference/Ref Number এবং TrxID number দিলেই খুব সহজে আপনি Admit Card টি Print করে নিতে পারবেন । কোন কারণে Admit Card হারিয়ে ফেললে আপনি এই Option এ এসে আবার আপনার Admit Card টি Print করে নিতে পারবেন।
6. পরীক্ষার সময়সূচী Admit Card এ উল্লেখিত থাকবে।
7. পরীক্ষার Seat Plan পরীক্ষার পূর্বের দিন SMS এর মাধ্যমে অভিভাবকের মোবাইলে পাঠিয়ে দেয়া হবে এবং ওয়েব সাইট ও নোটিশ বোর্ডের মাধ্যমে প্রকাশ করা হবে।
8. বিস্তারিত তথ্যের জন্য এবং কোন জটিলতার সম্মুখীন হলে এই নম্বর গুলোতে তৎক্ষণাৎ যোগাযোগ করুন। ০১৯৪১২০১২০৫, ০১৯৪১২০১২০৬, ০১৯৪১২০১২০৭, ০১৯৪১২০১২০৮ এই নম্বর গুলো সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকবে।
ভর্তি পরীক্ষার তারিখঃ- 20 শে ডিসেম্বর 2019 ইং।
ভর্তি পরীক্ষার সময়ঃ- সকাল 10.00 টা হতে দুপুর 12.00 টা পর্যন্ত।
মানবন্টনঃ বাংলা-30, ইংরেজি-30, গণিত-40। ফলাফল প্রকাশঃ 20 December 2019 ।
বিদ্যালয় সম্পর্কে জানতে ও বিদ্যালয়ের সকল তথ্য পেতে নিয়মিত বিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।
বিদ্যালয় সম্পর্কে জানতে ও বিদ্যালয়ের সকল তথ্য পেতে নিয়মিত বিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।